বাংলাদেশ সম্পর্কে ১০০ টি প্রশ্ন ও উত্তর সাধারন ঙ্গান

১.বাংলাদেশ বিমান সংস্থার নাম কি ?উত্তরঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।২. প্রথম ডাকটিকিট মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম কি ?উত্তরঃ ফরম্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রিন্টিং প্রেস।৩.বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কত সালে?উত্তরঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সালে ।৪. বাংলাদেশ প্রধান সংবাদ সংস্থার নাম কি?উত্তরঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।৫. বেগম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?উত্তরঃ নুরজাহান বেগম।৬. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে?উত্তরঃ সোনারগাঁয়ের যাদুঘর এলাকাকে ।৭. বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে?উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন।৮. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি ?উত্তরঃ বরেন্দ্র যাদুঘর ।৯. সাত গম্বুজ মসজিদের নির্মাতা কে?উত্তরঃ শায়েস্তা খান ।১০. ঢাকার নাম জাহাঙ্গীর নগর কে রাখেন?উত্তরঃ সুবেদার ইসলাম খান ।১১. কুতুব মিনার কোথায় অবস্থিত?উত্তরঃ দিল্লীতে।১২. ‘বাংলার আকবর’ বলা হয় কাকে?উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহকে।১৩.সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন ?উত্তরঃ ১৭ বার।১৪. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?উত্তরঃ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।১৫.“দ্বীন ই-ইলাহী” ধর্মের প্রবর্তক কে ?উত্তরঃ সম্রাট আকবর ।১৬. বুড়িগঙ্গা নদীর পুর্বনাম কি ছিল ?উত্তরঃ দোলাই খাল বা দোলাই নদী।১৭.লাল কেল্লা কে নির্মাণ করেন?উত্তরঃ সম্রাট শাহজাহান।১৮. তাজমহলের নির্মাতা কে ?উত্তরঃ সম্রাট শাহজাহান।১৯. মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন ?উওরঃ শিবাজী।২০.বাংলাকে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষণা করেন কে?উত্তরঃ হুমায়ুন।২১. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?উত্তরঃ বাংলাদেশ ব্যাংক।২২. কার শাসনামলে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করা হয়?উত্তরঃ লর্ড ক্যানিংয়ের।২৩.উপজেলা ব্যবস্থার প্রবর্তক কে ?উত্তরঃ হুসেইন মুহাম্মদ এরশাদ ।২৪. প্রথম জেলা গঠিত হয় কবে?উত্তরঃ ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলা।২৫. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে ?উত্তরঃ সচিব।২৬. আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?উত্তরঃ গাজিপুরের শফিপুরে।২৭.বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে?উত্তরঃ সুরাইয়া বেগম ।২৮. বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর পাহাড় কোনটি ?উত্তরঃ গারো পাহাড়।২৯.বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?উত্তরঃ তাজিনডং।৩০. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?উত্তরঃ সুন্দর বনের দক্ষিণ উপকূলে।৩১.ইতিহাসের জনক কাকে বলা হয় ?উত্তরঃ হেরোডোটাসকে ।৩২. প্রথম কাগজ আবিস্কৃত হয় কোথায় ?উত্তরঃ চীনে।৩৩. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?উত্তরঃ ভারতের বিজয়লক্ষী পন্ডিত।৩৪. বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ করে কবে ?উত্তরঃ ১৯৮৮ সালে (ইরাক-ইরান মিশনে)।৩৫. মানবাধিকার চুক্তিটি প্রস্তুত করে কে?উত্তরঃ নোবেল বিজয়ী ওয়েন ক্যাসিন।৩৬.প্রথম বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশ গ্রহণ করেছিলো?উত্তরঃ ১৩ টি দেশ।৩৭.বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক কে করেন ?উত্তরঃ আর্জেন্টিনার গিলসো স্টাবিল।৩৮.নগর রাষ্ট্র বলা হয় কোন দেশকে ?উত্তরঃ সিঙ্গাপুর ।৩৯. বিশ্বের প্রথম মহিলা পাইলট কে ?উত্তরঃ এ্যালেন শোফার্ড (যুক্তরাষ্ট্র) ।৪০. জাতিসংঘের সঙ্গীতের রচয়িতা কে ?উত্তরঃ পাবলো ক্যাসালস (স্পেন) ।৪১. প্রথম কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা কে ?উত্তরঃ ফ্রোয়েবল।৪২.কোন শহরকে মোটর গাড়ীর শহর বলা হয় ?উত্তরঃ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরকে ।৪৩. কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কারীর নাম কি ?উত্তরঃ হযরত আলী (রাঃ) ।৪৪. বাংলাদেশের সংবিধান কি ধরনের?উত্তরঃ লিখিত সংবিধান ।৪৫. মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠাকরেন?উত্তরঃ শেখ মুজিবুর রহমান ।৪৬. আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি ?উত্তরঃ রাঙ্গামাটি জেলা (৬.১১৬ বর্গ কি:মি:)।৪৭ ভারতের মুসলিম জাগরনের প্রথম অগ্রদূত কে ?উত্তরঃ স্যার সৈয়দ আহমাদ খান।৪৮. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?উত্তরঃ ফখরুদ্দিন মুবারক শাহ্।৪৯. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় ?উত্তরঃ নেদারল্যান্ডের হেগ শহরে।
৫০. গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?উত্তরঃ গ্রীসে।৫১. দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্রআবিস্কৃত হয়েছে কতটি?উত্তর : ২৩টি।৫২. মুসলিম পারিবারিক আইন পাস হয় কত সালে?উত্তর : ১৯৬১ সালে।৫৩. বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিতহয় কোথায়?উত্তর : চট্টগ্রামে।৫৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানপ্রবর্তিত হয় কত সালে?উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।৫৫. ইসরাইলের রাজধানীর নাম কি?উত্তর : জেরুজালেম।৫৬. সাদ্দাম হোসেনের রাজনৈতিক দলেরনাম কি ছিল?উত্তর : বাথ পার্টি।৫৭. সুদানের দারফুরে যুদ্ধরত আরবমিলিশিয়া বাহিনীর নাম কি?উত্তর : জানজাবিদ।৫৮. আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?উত্তর : বিসমার্ক।৫৯. নেলসন ম্যান্ডেলা রাজনীতি থেকেঅবসর নেন কত সালে?উত্তর : ১৯৯৯ সালে।৬০. মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা কে?উত্তর : মাদার তেরেসা।৬১. গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যানেরনাম কি?উত্তর : মাও সেতুং।৬২. পাকিস্তানের জাতির জনক কাকে বলা হয়?উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহকে।৬৩। যুদ্ধোত্তর বাংলাদেশ : বদরুদ্দীন ওমর৬৪। বিদেশী সাংবাদিকদের দৃষ্টিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ : মাহবুব কামাল অনূদিত, (তাজমহল বুক ডিপো);(অনন্যা, ১৯৯৫)৬৫। চিত্রসাংবাদিকদের ক্যামেরায় মুক্তিযুদ্ধ: রবিন সেনগুপ্ত৬৬। চরমপত্র : এম আর আখতার মুকুল৬৭। একাত্তরের ডায়েরী: বেগম সুফিয়া কামাল৬৮। রাজাকারের মন (১ম ও ২য় খন্ড) : মুনতাসীর মামুন৬৯। ভিনকোয়েস্ট জেনারেল : মুনতাসীর মামুন৭০। মুক্তিযুদ্ধ কোষ (১-৫ খন্ড) : মুনতাসীর মামুন সম্পাদিত(মূল্য দেড় হাজার টাকা,প্রাপ্তিস্থান সাগর পাবলিশার্স, বেইলী রোড)৭১। মুক্তিযুদ্ধ কোষ (১-৪ খন্ড) : আফসান চৌধুরী সম্পাদিত(মূল্য ২৮০০ টাকা,প্রাপ্তিস্থান মুক্তিযুদ্ধ যাদুঘর এবং সাগর পাবলিশার্স)৭২। ঘাতকের দিনলিপি : রমেন বিশ্বাস৭৩। স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর কুষ্টিয়া, মোঃ আব্দুল হান্নান, পুর্বা প্রকাশনী৭৪। স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, সংকলন ও সম্পাদনা ফরিদ কবির, মাওলা ব্রাদার্স৭৫। স্বাধীনতার বাইশ বছর, মেজর রফিকুল ইসলাম পিএসসি, কাকলী প্রকাশনী৭৬। স্মৃতি ১৯৭১, সম্পাদনাঃ রশীদ হায়দার, বাংলা একাডেমী৭৭। স্মৃতি অম্লান ১৯৭১, আবুল মাল আব্দুল মুহিত,সাহিত্য প্রকাশ৭৮। স্মৃতিময় ‘৭১, হেনা দাস, সাহিত্য প্রকাশ৭৯। Contribution of India in The War of Liberation of Bangladesh,Salam Azad, Ankur Prakashani৮০। Mujibnagar Government Documents 1971,For: Prof. Salahuddin Ahmed ed. Dr. Sukumar Biswas, Maola Brothers৮১। ৭১ এর দশ মাস- রবীন্দ্রনাথ ত্রিবেদী; (কাকলীপ্রকাশনী)৮২। মুক্তিযুদ্ধের দু’শো রণাঙ্গন- মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত, (অনন্যা)৮৩। মুক্তিযুদ্ধ মুক্তির জয়- সুফিয়া কামাল৮৪। মুক্তিযুদ্ধঃ আগে ও পরে- পান্না কায়সার৮৫। রক্তভেজা একাত্তর- মেজর (অব) হাফিজ উদ্দন আহমেদ।৮৬। বুকের ভিতর আগুন : জাহানারা ইমাম৮৭। বিদায় দে মা ঘুরে আসি : জাহানারা ইমাম৮৮। অফ ব্লাড অ্যান্ড ফায়ার : জাহানারা ইমাম৮৯। ইতিহাসের রক্ত পলাশ : আবদুল গাফ্ফার চৌধুরী৯০। আমরা বাংলাদেশী না বাঙালী : আবদুল গাফ্ফার চৌধুরী৯১। বাংলাদেশ কথা কয় : আবদুল গাফ্ফার চৌধুরী৯২। যাপিত জীবন : সেলিনা হোসেন৯৩। মুক্তিযুদ্ধের আগে ও পরে : পান্না কায়সার৯৪। হৃদয়ে বাংলাদেশ : পান্না কায়সার৯৫। সেই সব পাকিস্তানী : মুনতাসীর মামুন৯৬। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম : গাজীউল হক৯৭। বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস : আহমদ মজহার৯৮। মুক্তিযুদ্ধের সাহিত্য : আহমেদ মাওলা৯৯। আমি বীরঙ্গনা বলছি : নীলিমা ইব্রাহীম১০০। অপহৃত বাংলাদেশ : আনিসুর রহমান

Post a Comment

0 Comments