রংপুরে হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

ডেক্স রিপোর্ট,
বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত
জেলা ও দায়রা জজ আদালত-২ এর
বিচারক আবু জাফর মোহাম্মদ
কামরুজ্জামান এই রায় দেন।

রংপুরের সরকারী আইন কর্মকর্তা
আব্দুল মালেক জানান, ২০০৭ সালের
২৪ জুলাই দুপুরে রংপুরের পীরগাছা
উপজেলার ছোট ঝিনিয়া গ্রামে
পুকুরের পাড় বাধাকে কেন্দ্র করে
হাছেন আলী ও তার পরিবারের
সদস্যরা একই এলাকার আবুল
কাশেমকে কোদাল দিয়ে কুপি ও
পিটিয়ে গুরুতর জখম করে। পরে
স্থানীয়রা তাকে উদ্ধার করে
প্রথমে পীরগাছা স্বাস্থ্য কেন্দ্রে
ভর্তি করে। পরে তার অবস্থার
অবনতি হলে রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তির পর ওই
দিন রাতে চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই ছামছুল আলম
বাদী হয়ে ২৫ জুলাই পীরগাছা
থানায় ১০ জনকে আসামি করে একটি
হত্যা মামলা করেন। মামলার
তদন্তকারী কর্মকর্তা পীরগাছা
থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান
একই বছরের ৩০ নভেম্বর ১০ জনকে
অভিযুক্ত করে আদালতে
অভিযোগপত্র জমা দেন। মামলা
চলাকালীন সময় সালেহা খাতুন
নামের এক আসামির মৃত্যু হয়।
আসামিদের বিরুদ্ধে আনিত
অভিযোগ সন্দোহাতিত ভাবে
প্রমাণিত হওয়ায় আদালত হাছেন
আলীকে (৪৪) ফাঁসি,  (৩৯), ছেলে রাজু
মিয়া (২৮), হানিফ আলী (৫১), আব্দুস
ছালাম (৩৪) ও শহিদুল ইসলামকে
যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এছাড়াও এ মামলায় রবিউল, জয়নাল ও
আব্বাসের বিরুদ্ধে আনিত অভিযোগ
প্রমাণিত না হওয়ায় আদালত তাদের
বেকসুর খালাস দেন।

Post a Comment

0 Comments