আবারো জিত হলো রংপুরের

ডেস্ক: শহিদ আফ্রিদি ও আরাফাত সানিরা খুলনা
টাইটান্সকে মাত্র ৪৪ রানে গুটিয়ে দিয়ে রংপুর
রাইডার্সের জয়কে সময়ের ব্যাপারে পরিণত করে দেন।
সেই ভিতের ওপর দাঁড়িয়ে খুলনাকে নিয়ে
ছেলেখেলা করেছে রংপুর। মাত্র ৮ ওভারেই জয়ের
বন্দরে নোঙর করে উত্তরবঙ্গের দলটি।

মিরপুরের হোম অব ক্রিকেটে সন্ধ্যা সাতটায় শুরু হওয়া
ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ১০.৪ ওভারে মাত্র ৪৪
রানে গুটিয়ে যায় খুলন টাইটান্স; বিপিএলে কোনো
দলের এটাই সর্বনিম্ন রানে অলআউট হয়ে যাওয়ার উদাহরণ।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৭২ ও ৯ উইকেট হাতে
রেখেই জয়ের বন্দরে নোঙর করে রংপুর।

বিপিএলের চতুর্থ আসরে রংপুরের এটি টানা দ্বিতীয়
জয়। বুধবার চিটাগং ভাইকিংসকে হারিয়ে শুভসূচনা
করেছিল নাঈম ইসলামের দল। অন্যদিকে নিজেদের প্রথম
ম্যাচে রাজশাহীকে হারিয়ে দারুণ সূচনার একদিন পর
লজ্জার মুখে পড়লো খুলনা।জয়ের জন্য ৪৫ রানের সহজতম
লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দেন
সৌম্য সরকার ও মোহাম্মদ শাহজাদ। জুনায়েদ খানের করা
প্রথম ওভারে দুটি চার মারেন শাহজাদ। একই বোলারের
তৃতীয় ওভারের প্রথম বলেও চার মারেন এই আফগান
ওপেনার। তবে ওভারের পঞ্চম বলে জুনায়েকে ফিরতি
ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন শাহজাদ।

Post a Comment

0 Comments