রংপুরে ৩ মাদক বিক্রেতার কারাদণ্ড

নাজির হোসেনঃ

রংপুর সিটি
কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত
রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর
যৌথ অভিযান চালিয়ে শহরের
বিভিন্ন এলাকায় হতে ৩ মাদক
বিক্রেতাকে আটক করে পুলিশ।

পরে মাদক বিক্রেতাদেরকে করাদন্ড প্রদান করেছে রংপুর
সিটি কর্পোরেশনের
আদালত। মঙ্গলবার রংপুর সিটি
কর্পোরেশনের নির্বাহী
ম্যাজিস্ট্রেট এস এম গোলাম
কিবরিয়া এ কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো রংপুর
সিটি কর্পোরেশনের কলাবাড়ী
এলাকার বাসন্তী রানী (৩৬) কে এ্যালকোহল যুক্ত
চোলাইমদ তৈরির করার অভিযোগে ১
বছর , আজিজুল্লাহ বসুনিয়া পাড়া
এলাকায় মোছাঃ জাহানারা বেগম
(৫৫) কে
চোলাইমদ তৈরির সময় ১ বছর,
এ্যালকোহল যুক্ত চোলাইমদ তৈরি
করার সময় আজিজুল্লাহ বসুনিয়া পাড়া
এলাকায় জাকির হোসেন (১৯)  কে ১বছর বিনাশ্রম
করাদন্ড প্রদান করা হয়। এসময় ১০ লিটার
এ্যালকোহল যুক্ত চোলাইমদ উদ্ধার করা
হয়। ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনে ২৬
ধারা মোতাবেক এদের বিনাশ্রম
কারাদন্ড প্রদান করা হয়।

পরে ভেজাল বিরোধী অভিযানের
অংশ হিসেবে নগরীর মাহিগঞ্জ
মাতমাথা এলাকায় অভিযান
পরিচালনা করে ধুমপান ও বিজ্ঞাপন
প্রচারের জন্য ধুমপান ও তামাকজাত
দ্রব্য নিয়ন্ত্রন আইনে ফেরদৌস, আবুল
কাদের,কালা মিয়ার পানের
দোকানে জরিমানা করা হয় এবং একই
এলাকায় ট্রেড লাইসেন্স না থাকায়
সিটি আইনে আনিছুর রহমান খোকন
বাবুল মিয়া ,দুলাল হোসেন, মোঃ
নজির এবং সাঈদ বেকারীকে
দোকানে সর্বমোট ১৫,০০০/-(পনের
হাজার) টাকা জরিমান করা হয়।
এছাড়া একই এলাকায় জুয়া খেলার
দায়ে বংগীয় ব্যবস্থায় জুয়া আইনে
মোঃ নজিরের ও মোঃ শফিকুল
নামে দু’জনকে জরিমানা করা হয়।

Post a Comment

0 Comments