আগামি ৪ মে এসএসসির ফল প্রকাশ

শিক্ষা ডেস্কঃ ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৪ মে
প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

২৫ এপ্রিল মঙ্গলবার তিনি একথা
জানান। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফল তুলে দিবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

এ বছর দশটি শিক্ষা বোর্ডের
অধীনে মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন
শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর
মধ্যে আটটি সাধারণ বোর্ডে এসএসসিতে
মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ২৫
হাজার ৯০০ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে
দাখিল পরীক্ষায় দুই লাখ ৫৬
হাজার ৫০১ জন এবং কারিগরি বোর্ডের
অধীনে এসএসসি (ভোকেশনাল) এক লাখ চার হাজার ২১২ জন পরীক্ষার্থী ছিল।

গত ২ ফেব্রুয়ারি সারা দেশে
আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং
মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে
এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়। যা শেষ হয় ২ মার্চ।

Post a Comment

0 Comments