যে ৪ টি কাজ না করে রাতে ঘুমাবেন না





ছবি উম্মাহ নেটওয়ার্ক লোগো


Ummah Netwok: বিজ্ঞ ওলামা কেরামগণ বলেছেন, তুমি যদি আল্লাহ্‌র নৈকট্য পেতে চাও তাহলে চারটি কাজ না করে কখনই ঘুমাবে না।

প্রথম কাজঃ “কারও সাথে ঝগড়া-বিবেদ চলছে, এই ঝগড়া-বিবাদের মিমাংসা না করে করে রাতে ঘুমাবে না”
কারণ তোমার মৃত্যুর বেপারে কোনো নিচ্ছয়তা নেই, এই ঝগড়া-বিবাদের মিমাংসা না করা অবস্থায়, যদি রাতে তোমার মৃত্যু হয়, আর বিবাদি ব্যাক্তি যদি কেয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে সেই সময় তুমি কি করবে।

দ্বিতীয় কাজঃ “কোনো ফরজ কাজ বাকি রেখে রাতে ঘুমাবে না”
আল্লাহ্‌ তায়ালা তোমার উপর যে কাজগুলো ফরজ করেছেন, সেগুলো আদায় না করে রাতে ঘুমাবে না।
মনে কর ইশার নামাজ একটা ফরজ বিধান, তুমি ইশার নামাজ রাতে না পড়ে ঘুমিয়ে পড়লে, যদি সেই রাতে তোমার মৃতু হয়, তাহলে তুমি কি করবে।

তৃতীয় কাজঃ “গুনাহ থেকে তওবা না করে রাতে ঘুমাবে না”
মনে কর তুমি দিনের বেলায় কোনো গুনাহ করেছো, আর তওবা না করেই রাতে ঘুমিয়ে পড়লে, মালাকুল মাওত যদি রাতের বেলায় তোমার কাছে চলে আসে, রাতে যদি তোমার মৃত্যুর সময় হয়ে যায়, তাহলে যতই চেষ্টা কর, তওবা করার আর কোনো সুযোগ থাকবে না।

চতুর্থ কাজঃ “ঘুমানোর পূর্বে উত্তম একটি ওসিয়ত না লিখে ঘুমাবে না”
কারণ তোমার মৃত্যুর তো কোনো নিচ্ছয়তা নেই, রাতের বেলায় যদি তুমি মৃত্যু বরণ করো, তাহলে ওসিয়ত করার কোণো সুযোগ থাকবে না। তাহলে ওসিয়ত করার কোণো সুযোগ পাবে না।

সুতরাং মৃত্যুকে সুনিচ্ছিত ভেবে, মৃতুকে নিকটবর্তী মনে করে এই চারটি কাজ করে তারপর রাতে ঘুমাবে। যদি তুমি এই চারটি কাজ করতে পারো তাহলে তুমি আল্লাহ্‌ তায়ালার নৈকট্যশীল হতে পারবে। 

Post a Comment

0 Comments