বইমূখী জাতি গঠনে রংপুরে গড়ে উঠেছে বইয়ের আলো পাঠশালা

বইয়ের আলো পাঠশালা'র লগো

উত্তরবঙ্গের রংপুরে বই পড়ুয়া জাতী গঠনে চালু হয়েছে "বইয়ের আলো পাঠশালা" (বআপা)। সমগ্র রংপুরের আটটি উপজেলার জন্য উন্মুক্ত এ পাঠশালা। যেকেউ সদস্য হয়ে বই ধার নিয়ে পড়তে পারে (বআপা) এর সদস্য'রা। সদস্য হওয়ার জন্য এখানে নেই কোনো ধরাবাধা নিয়ম। নেই ফীস কিংবা জামানতের ব্যবস্থা। সম্পূর্ণ বিনামূল্যে চলে এ পাঠশালা। তবে প্রতি মাসে মাসে বিভিন্ন কুইজের আয়োজন হয়ে থাকে "বইয়ের আলো পাঠশালা'র পক্ষ থেকে। বআপা এর সদস্য হওয়ার জন্য শুধুমাত্র নাম, ঠিকানা ও ফোন নাম্বার হলেই হলো। তবে এই পাঠশালার সদস্যদের একটি বড় সুবিধা হলো এখানে এসে কাউকে বই নিতে হয়না বরং বই পৌছে দেয়া হয় পাঠকদের ঠিকানায়। সর্বচ্চ দু'টি বই ধার নিতে পারে (বআপা) সদস্য'রা। যার সময়সীমা সর্বচ্চ ১৯ থেকে ৩৪ দিনের মধ্যে ফিরত দিয়ে নতুন বই নিতে হয়।

বইয়ের আলো পাঠশালা'র প্রতিষ্ঠাতা নাজির হোসেন বলেন;
বই মানুষের একমাত্র ভালো বন্ধু। মানুষ মানুষ'কে ধোকা দিতে পারে কিন্তু একটি ভালো বই তা কখনোই পারে না। বই থেকে মানুষ জানতে পারে অনেক কিছু, শিখতে পারে নানান সব বিষয়।
আমাদের দেশে বই পড়ুয়া খুবই কম। আমরা যদি সমগ্র জাতি'কে বই পড়ুয়া হিসেবে গড়ে তুলতে পারি তাহলে কোনো সমস্যা হবে না, কেনোনা তারা নিজের ভালো মন্দ সব কিছু নিজেরাই বুঝে যাবে। একটা কথাই আছে;

"যে বই পড়েনা,তার মধ্যে মর্যাদাবোধ জন্মেনা।"
                          ---   পিয়ারসন স্মিথ

কাজেই মর্যাদাবোধ জন্মাতে হলে অবস্যই বই পড়তে হবে। আবার জেমস রাসেল বই পড়া নিয়ে বলেছিলেন;

"বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে।
                                       - জেমস রাসেল

বইয়ের আলো পাঠশালা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন;
বইয়ের আলো পাঠশালা'র প্রধান কাজ হলো আমাদের সকল সদস্য'দের বই ধার দেয়া। আমাদের বর্তমানে রয়েছে প্রায় ৭০০+ বই। তবে ধিরে ধিরে বৃদ্ধি পাচ্ছে আমাদের বইয়ের সংখ্যা। আমরা মূলত একজন সদস্যকে সর্বচ্চ ২টি করে বই ধার দিয়ে থাকি। যার সময়সীমা ১৯ থেকে ৩৪ দিন। তবে আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে পাঠকদের ঠিকানায় যাই। আবার অনেক পাঠক আছে যারা একদিনেই একটা করে বই শেষ করে ফেলে, তারা চাইলে আমাদের থেকে বই পড়া শেষ হলেই তা ফেরত দিয়ে নতুন বই নিতে পারে।
আমরা মূলত রংপুর জেলায় জ্ঞানীদের জন্ম দিতে চাই। আমরা চাই যেনো রংপুর শহর একদিন জ্ঞানের ভান্ডার হয়ে উঠে। জ্ঞানের ছড়াছড়ি হয়ে যায়।
তবে আমরা ঢাকা'তেও এই কার্যক্রম শুরু করবো, এবং ধিরে ধিরে পুরো দেশে ইনশা'আল্লাহ।
বইয়ের আলো পাঠশালার সদস্য কিভাবে হওয়া যায় এ সম্পর্কে বলেন;
আমাদেত সদস্য হওয়ার অপশন হলো ৩টি।
১. আমাদের অফিশিয়াল নাম্বার ম্যাসেজ করে;
নামঃ
ঠিকানাঃ
ফোন নাম্বারঃ
শিক্ষা-প্রতিষ্ঠানঃ
শ্রেনীঃ
লিখে 01785259729 নাম্বারে ম্যাসেজ করে অথবা
২. আমাদের ফেসবুক পেজ fb.com/boieraloতে ম্যাসেজ অপশনে ম্যাসেজ করে। অথবা
৩. আমাদের সাথে যোগাযোগ করে। আমাদের ফোন নাম্বারঃ
01785259729
01980765892

আমরা ১৬ই ডিসেম্বর থেকে বইয়ের আলো পাঠশালা'র জন্য এন্ড্রয়েড ভার্সন এপস চালু করবো। তখন সেখান থেকেও সদস্য হওয়া যাবে। তবে সেই এপসে থাকবে অনেক সুবিধা, বইয়ের লিস্ট এবং রিভিউ থাকবে। এছাড়াও সেখান থেকে বই অনুরোধ, রিটার্ন অপশন ও থাকবে।

বইয়ের আলো পাঠশালা থেকে আপনাদের লাভ কি হবে?
আমাদের লাভ একটাই, আমরা আলোকিত মানুষ পাবো।

'আমাদের আগামীর লক্ষ যেনো কোনো পথশিশুর ঘাড়ে ময়লা ভরা বস্তা নয়, তাদের ঘাড়ে থাকবে বই ভরা ব্যাগ।'

জানুয়ারী থেকেই আমরা শিশুদের জন্য, আলোকির জাতি গঠনে এগিয়ে যাবো।

Post a Comment

0 Comments