বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা শাখার সম্মেলন ও উদ্বোধন

বৃহস্পতিবার বিকেলে রংপুর টাউন হল
চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট
পার্টি রংপুর জেলা শাখার একাদশ তম
সম্মেলনের উদ্বোধনী সমাবেশের আয়োজন করা হয়।প্রথমে সেখান
থেকে একটি বিশাল মিছিল বের হয়ে
নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
মিছিলে রংপুরের ৮ উপজেলার
কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা
অংশগ্রহণ করেন এবং মিছিল শেসে আলোচনা সভা হয়।
এতে বক্তারা সুন্দর ভাবে বলেন, লুটেরা ধনিকের
স্বার্থ রক্ষাকারী সরকার মেহনতী
মানুষের বিপক্ষে দাঁড়িয়ে আজ রাষ্ট্র
পরিচালনা করছে। কৃষক তার ফসলের
ন্যায্য দাম পাচ্ছে না। দেশে বেকার
সমস্যা প্রকট। ধর্মের নামে চলছে মানুষ
হত্যা। গুম-খুন-নির্যাতন এখন
নিত্যদিনের ব্যাপারে পরিনত
হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে
হলে দুই লুটেরা জোটের বাইরে
কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বাম
গনতান্ত্রিক বিকল্প শক্তির সমাবেশ
গড়ে তুলতে হবে। বামরাই পারে এই
মুহুর্তে দেশকে রক্ষা করতে।

Post a Comment

0 Comments