নীলফামারীতে অগ্নিকাণ্ড ঘটে ১২০ ঘর পুরে ছাই

মাহমুদুদুল হাসান,

আজ শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা
সাড়ে ৬টার দিকে নীলফামারী সদর উপজেলার
গোরগ্রাম ইউনিয়নে
অগ্নিকাণ্ড ঘটনা ঘটে ১২০টি ঘর পুড়ে
ছাই হয়ে গেছে। এতে প্রায়
কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে
বলে ক্ষতগ্রস্তরা দাবি
করছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের
(ইউপি) চেয়ারম্যান রেয়াজুল
ইসলাম আমাদের নীলফামারী প্রতিনিধি মাহমুদুদুল হাসানকে জানান
জানান, ওই গ্রামের নরেশ
চন্দ্র রায়ের বাড়ির রান্না ঘর
থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন ওই
এলাকার অন্যান্য বাড়িতে
ছড়িয়ে পড়ে। একে একে
৫০ টি পরিবারের ১২০টি ঘর
পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নীলফামারী,
ডোমার ও দেবীগঞ্জ ফায়ার
সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন
নেভাতে শুরু করে। তবে
এখনো আগুন পুরোপুরি
নিভানো সম্ভব হয়নি। এতে
ঘরে থাকা সব জিনিসপত্র
এবং একটি মোটর সাইকেল সহ
প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি
হয়েছে বলে জানান তিনি।

Post a Comment

0 Comments