আজ শুক্রবার রংপুর সিটি বাজারে বেশ ভালই জাক জমক ব্যবসা হয়েছে

নাজির হোসেন,

শুক্রবার সরকারি ছুটি থাকায় রংপুর সিটি বাজারে ৮:৩০ থেকে ১:০০ টা পর্যন্ত বেশ জাক জমক ভাবে ভালই ব্যবসা হয়েছে। তবে বিকাল ১:০০ থেকে ৮:০০ পর্যন্ত বাজারে বেশি একটা ভির থাকেনা বলা জায় হালকা ব্যবসা হয়েছে দুপুর বেলায়।

শুক্রবার  যে দামে খুচরা মালামাল ব্যবসা হয়েছে তা নিচে তালিকা দিয়ে দেয়া হলো।

কাচামালঃ

পটলের কেজি-৩০টাকা
বেগুনের কেজি-৪০ টাকা
কল্লার কেজি-৪০ টাকা
মুলার কেজি-৩০ টাকা
কাচামরিচের কেজি-৬০ টাকা
লেবুর হালা-১০ টাকা
কচুর বই-২০ টাকা
বরবটির কেজি-৪০ টাকা
সশার কেজি-৩০ টাকা
ফুলকপির কেজি-৫০ টাকা
বাধাকপির কেজি-৪০ টাকা
পানি কুমরার জালি-৩০ টাকা
কচুর বই কেজি-২০ টাকা
টমেটোর কেজি-১০০ টাকা
খিরার কেজি-১৩০ টাকা

শুকনা মালঃ

কাডিনাল আলু কেজি-২৫ টাকা
বুট আলু কেজি-২৫ টাকা
শিলবিলাতি আলুর কেজি-৩০ টাকা
ঝাউ আলুর কেজি-৩২ টাকা
পিয়াজ-২৪ টাকা ইন্ডিয়ান
পিয়াজ-৩০ টাকা দেশি
রসুন কেজি-১৮০ টাকা
আদার কেজি -১৬০ টাকা পুরান আদা। 

ইত্যাদি বাজারে বেশ ভাল দামে বিক্রি হয়েছে, তবে কাঁচামালের দাম আগের তুলনায় একটু বেরেছে।

Post a Comment

0 Comments