খুব সহজেই ফেইসবুকের ডিলেট হওয়া ফাইল ফিরিয়ে আনুন

তথ্য প্রযুক্তিঃ তথ্য প্রযুক্তির যুগে কে না ফেইসবুক ব্যবহার করে, বর্তমানে যতই দিন যাচ্ছে ততই ফেইসবুক ব্যবহার কারীর সংখা বেড়েই যাচ্ছে।

আবার অনেকেই ফেইসবুকে নানা রকম ফটো কিংবা যেকোনো ধরনের ফাইল আপলোড দিয়ে রাখেন। কিন্তু অনেক সময় সেগুলি অপ্রয়োজন মনে করে ডিলেট করে দেন। পরবর্তীতে কোনো এক সময় আবার ওই ফাইল গুলির বা ফটোগুলির খুব প্রয়োজন হয়। তখন কি করেন, নিচ্যই মন খারাপ থাকায়। কথায় আছে না "কাজের সময় কিছুই পাওয়া যায় না" সেই দশায় হই।

কিন্তু আপনি কি জানেন যে ফেইসবুকের ডিলেট হওয়া ফাইল কিংবা ছবি পূর্নরায় উদ্ধার করা যায়। অনেকেই জানেন, আবার অনেকেই জানেনই না।

যাই হোক আশল কথার দিকে যাই। ফেইসবুকের ডিলেট হওয়া ফাইল কিংবা ছবি গুলি কিন্তু খুব সহজেই উদ্ধার করা যায়। মানে শুধু মাত্র ২ মিনিটের মদ্ধেই পারবেন।

আর হ্যা আরেকটা কথা বলে রাখি এটা মূলত ক্রম কিংবা ভালো ব্রাউজার থেকে করবের, কারন আমি যে লিংটা দিবো ওটা ডেস্কটপ ফেইসবুক সাইট লিংক। মোবাইল ক্রোম ব্রাউজার হলে আগে ডেস্কটপ ভিউ মোড করে রাখবেন। বা সাধারণ ব্রাউজার হলে একটু চেস্টা করবেন।

এবার ফেইসবুক ফাইল উদ্ধার করার জন্য নিচের স্টেপ গুলো ভালো করে লক্ষ
করুন !

♦ প্রথমে আপনি এই লিংকে  https://web.facebook.com/settings?__fns&hash=Ac311vjKTHmKfhlp ক্লিক করুন ।
এবার একটি নতুন পেজ আসবে ।

♦এবার সেখান থেকে Download your
information. পেজ আসবে ।

♦এবার Start My Archive এ ক্লিক করুন

♦এবার আপনার ফেসবুক পাসওয়ার্ড লিকে এন্টার করুন ।

♦এবার কিছু ক্ষণ অপেক্ষা করে আপনার
মেইল চেক করুন যেটা দিয়ে ফেসবুক
করেছেন ।

♦ব্যাস একটা ফেসবুক মেইল পাবেন সেটা
কে ডাউনলোড করে নিন ।

না বুঝলে কমেন্ট করতে পারেন

Post a Comment

0 Comments