‘বিএনপিকে ভাঙতে না পারাই হাসিনার কষ্ট’ - মির্জা ফখরুল ইসলাম আলমগির

সারাদেশঃ সরকার বিএনপি ফোবিয়ায় ভুগছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন,

বিএনপিকে ভেঙে দু’টুকরো না করতে পারাই শেখ হাসিনার বড় কষ্ট। শেখ হাসিনার এতটাই কষ্ট যে, ১০ বছর ধরে অকথ্য নির্যাতন, অত্যাচার স্বত্বেও বিএনপির কোনো নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিল না।

ফখরুল বলেন, বিএনপি জনগণের দল। জনগণই হচ্ছে বিএনপির শক্তি। শত নির্যাতন, অত্যাচার করেও বিএনপিকে ভাঙা যাবে না। আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব থাকবে না। ভিন্নমত স্তব্ধ করে বিরোধী দলকে দূরে সরিয়ে রাখতে চায়।

মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবিব উন নবী সোহেলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, উপদেষ্টা আমান উল্লাহ আমান, শিরিন সুলতানা, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নাকি নাই, বিএনপির নাকি অস্তিত্বই নাই, বিএনপি নাকি ভীতু রাজনৈতিক দল-এসব কথা বলে। তাহলে আপনারাদের বক্তব্যে-কর্মকাণ্ডের মধ্যে সারাক্ষণ বিএনপি ভীতি কেনো, সবসময় বিএনপি ফোবিয়াতে ভোগেন কেনো। দুঃস্বপ্নে ভোগেন কেনো যে বিএনপি ক্ষমতায় আসছে?

তিনি বলেন, সরকারি দলের নেতারা কর্মীদের বলেছেন যে, ভালো করে কাজ করেন, ক্ষমতায় যদি যেতে না পারেন, তাহলে টাকা-পয়সা যা কামিয়েছেন, তা নিয়ে পালাবারও পথ পাবেন না। তাই হবে, তারা পালাবারও পথ খুঁজে পাবে না।

Post a Comment

0 Comments