রংপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ভূমিকা শীর্ষক অরিয়েন্টেশন সভা

রংপুর বিভাগঃ দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও এমডিজি’র লক্ষ্য অর্জনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের ভূমিকা শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ ২০১৭) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে এ সভা
অনুষ্ঠিত হয়।

সভায় রংপুরের অতিরিক্ত বিভাগীয়
কমিশনার আব্দুল মজিদ এর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন, পল্লী
উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সচিব ড.
প্রশান্ত কুমার রায়, বিশেষ অতিথির
বক্তব্য রাখেন, রংপুরের ভারপ্রাপ্ত
জেলা প্রশাসক সুলতানা পারভীন,
পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপ-
পরিচালক (উপ-সচিব) নজির আহমেদ
প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, সাময়িক
কোন দান বা রিলিফ দিয়ে দারিদ্র্য
বিমোচন সম্ভব নয়। প্রয়োজন
কর্মসংস্থানের মাধ্যমে আয় বৃদ্ধি করা।
আয় বৃদ্ধির জন্য কৃষি নির্ভর দেশ
হিসেবে প্রয়োজন কৃষি খাতে ব্যাপক
বিনিয়োগ। দারিদ্র শূণ্য বাংলাদেশ
গড়ার লক্ষে এমডিজির লক্ষ্য অর্জনে
নিরলশভাবে কাজ করে যাচ্ছেন পল্লী
উন্নয়ন ও সমবায় বিভাগ। এই প্রকল্পের
মূল লক্ষ্য হচ্ছে দেশের প্রাকৃতিক সম্পদ
ও মানব সম্পদের সর্বোত্তম ব্যবহার
করে গ্রামের প্রতি বাড়িতে কৃষি
ভিত্তিক এক বা একাধিক আয় বর্ধক
খামার গড়ে তুলে কৃষি উৎপাদন ও
পারিবারিক আয় বৃদ্ধির মাধ্যমে ২০২১
সালের মধ্যে দারিদ্র মুক্ত বাংলাদেশ
গঠন করা।

এছাড়াও, এই প্রকল্প দরিদ্র ও
ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর
অনলাইন ব্যাংকিং স্বচ্ছতা,
জবাবদিহিতা ও ডিজিটাল
বাংরাদেশ গঠনে অগ্রণী ভূমিকা
রাখছে।

Post a Comment

0 Comments