আফগানিস্তানে মার্কিন বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৪

অনলাইন ডেস্ক|

আন্তর্জাতিকঃ আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ‘নন-নিউক্লিয়ার’ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৯৪ জনে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দেশটির  নানগরহার প্রদেশের আচিন জেলার আইএস এ ঘাঁটিতে হামলা চালানো হয়। 

নানগরহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, বৃহস্পতিবারের ওই বোমা হামলার ঘটনায় শুক্রবার পর্যন্ত ৩৬ জন আইএস সদস্য নিহত হওয়ার কথা জানা গেছে। আজ শনিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জন। তবে এতে কোনো বেসামরিক লোক হতাহত হয়নি।

উল্লেখ্য, জিবিইউ-৪৩ নামের বোমাটির ওজন ২১ হাজার ৬০০ পাউন্ড (৯৭৯৭ কেজি)। বোমাটিতে বিস্ফোরক ছিল ১৮ হাজার পাউন্ড। বোমাটি যে স্থানে আঘাত হানে তার চারপাশে ৩০০ মিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্ফোরিত হয় বলে ধারণা করা হচ্ছে। এই বোমাকে ‘মাদার অব অল বোম্বস’ বর্ণনা করা হয়। এটি ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্ল্যাস্ট বা এমওবি নামে পরিচিত। মার্কিন বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল প্যাট রায়দার বলেন, জিবিইউ-৪৩ /বি বড় ধরনের নন নিউক্লিয়ার বোমা। এর আগে এ ধরনের বোমা ব্যবহার করা হয়নি।

Post a Comment

0 Comments