Android দিয়ে কোনো software ছাড়া ফাইল হাইড করুন।

তথ্য প্রযুক্তিঃ প্রথমে Android এর ফাইল
ম্যানেজার এ জান। তারপর যে ফাইল-ফোলডারটি হাইড করবেন, সেটার উপর টাচ করে ধরে থাকুন।

তারপর Rename এ ক্লিক করুন,
তারপর ফাইলে যে নামটি লেখা
আছে তার বাম পাশে (.) ডট চিন্হটি
দিন। দিয়ে ওকে করে দিন।
বাস, আপনার কাজ সেস, দেখুন
ফাইল-ফোল্ডারটি হাইড হয়ে
গেছে।

ফাইলটি পুনরাই দেখতে File
manager এর Sating এ Show all hidden file এ টিক দিন। তাহলে ফাইল গুলা আপনি দেখতে পাবেন। আর ফাইল
গুলা পুনরাই হাইড করতে চাইলে
সেটিং য়ে গিয়ে Show all hidden
file এর টিক চিন্হটি উঠিয়ে দিন।

Post a Comment

0 Comments