টিভিতে নজরুল জয়ন্তী

বিনোদনঃ 'পরীর কথা' নাটকের দৃশ্যে নুসরাত ইমরোজ তিশা। গল্পে দেখা যায় পরীকে সুখী করার জন্যই আজহার দূরে সরে গেছে। পরী ভাবছে, ভালোবাসা দিয়ে যারা ভালোবাসা পায় না, তাদের জীবন বড় দুঃখের, বড় বেদনার। আরটিভিতে আজ রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে এটি। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা নাহিদ আহমেদ পিয়াল।

'ধূমকেতু' নাটকের দৃশ্যে তানভীর সুইটি ও আরফান নিশো। কাজী নজরুল ইসলামের গান থেকে নাটকটির চিত্রনাট্য করেছেন সারোয়ার রেজা জিমি ও পরিচালনা করেছেন তুহিন হোসেন। এনটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে এটি।

নজরুল মেলা

চ্যানেল আই প্রাঙ্গণে বিকেল সাড়ে ৪টায় শুরু হবে 'নজরুল মেলা'। জাতীয় কবিকে ঘিরে এই মেলায় থাকছে নজরুল সঙ্গীত পরিবেশনা, আবৃত্তি, সাহিত্য পাঠ, গ্রন্থ ও পোস্টার প্রদর্শনী, নৃত্য, নৃত্যনাট্য। নজরুলসঙ্গীতে বিশেষ অবদানের জন্য এ বছর সম্মাননা পাচ্ছেন নজরুলসঙ্গীতশিল্পী শাহিন সামাদ। মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

Post a Comment

0 Comments