ছবি তুলতে গেলে সাংবাদিককে পিটিয়ে জখম

সারাদেশঃ নড়াইলে নির্মাণাধীন শুভ্রা মুখার্জি মেমোরিয়াল হাসপাতালের চাঁদাবাজি নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় ছবি তুলতে গেলে হামলার শিকার হয়েছেন আরটিভির জেলা প্রতিনিধি মোস্তফা কামাল। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুলের নেতৃত্বে বেশ কিছু কর্মী তাঁকে পিটিয়ে আহত করে। একই সঙ্গে ক্যামেরা ও মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মোস্তফা কামালকে দেখতে গেলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলামকেও গালাগালি করে হুমকি দেয়। 

এ ঘটনায় পুলিশ টিটো নামের এক ছাত্রলীগকর্মীকে বিদেশি পিস্তলসহ আটক করে।

নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার সাংবাদিকদের হামলার ব্যাপারে বলেন, ‘আমি সদর থানার ওসিকে বলেছি, উনি ব্যবস্থা নেবেন। ’

সাংবাদিক আহত এবং প্রাণনাশের হুমকির ব্যাপারে নড়াইলের সর্বস্তরের সাংবাদিকরা বিকেলে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে এ ব্যাপারে প্রেস কাউন্সিলে মামলাসহ আন্দোলনের কর্মসূচি নির্ধারণ প্রক্রিয়া চলছে।

Post a Comment

0 Comments