একনজরে দিনাজপুর বোর্ডের জেলাগুলোর পাশের হার।

নাজির হোসেন|
রংপুর বিভাগঃ একনজরে দিনাজপুর বোর্ডের জেলাগুলোর পাশের হার।

রংপুরঃ দিনাজপুর বোর্ডের রংপুর জেলার পাসের হার ৮৭ দশমিক ৫৭ শতাংশ, জিপিএ-৫ ২ হাজার ১৭০ জন।

নীলফামারীঃ দিনাজপুর বোর্ডের নীলফামারী জেলা-এই  জেলার পাসের হার ৮৭ দশমিক ৯৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৫০জন।

দিনাজপুরঃ দিনাজপুর বোর্ডের  দিনাজপুর জেলায় পাসের হার ৭৯ দশমিক ৭৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৯৯ জন।

গাইবান্ধাঃ দিনাজপুর বোর্ডে থাকা গাইবান্ধায় পাসের হার ৮৫ দশমিক ৭৬ শতাংশ, জিপিএ-৫ ৭৩০ জন।

কুড়িগ্রামঃ দিনাজপুর বোর্ডের কুড়িগ্রাম জেলা— এই জেলার পাসের হার ৮৩ দশমিক ৩৫ শতাংশ, জিপিএ-৫ ৪৪৮ জন;

ঠাকুরগাঁওঃ দিনাজপুর বোর্ডের ঠাকুরগাঁও  জেলা— এই জেলার পাসের হার ৮৩ দশমিক ২৮ শতাংশ, জিপিএ-৫ ৭৩৮ জন;

লালমনিরহাটঃ দিনাজপুর বোর্ডের লালমনিরহাট জেলা—এই জেলার পাসের হার ৮৩ দশমিক ৯ শতাংশ, জিপিএ-৫ ২২৮ জন;

পঞ্চগড়ঃ দিনাজপুর বোর্ডের পঞ্চগড় জেলা —এই জেলার পাসের হার ৮০ দশমিক ৬৭ শতাংশ, জিপিএ-৫ ২৬৬ জন।

Post a Comment

0 Comments