দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রদীপ রায়,
দিনাজপুর প্রতিনিধি॥ মায়ের সঙ্গে গরুর গোসল করাতে গিয়ে পানিতে ডুবে শুভ পাহান (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুভ পাহান উপজেলার কাটলা ইউনিয়নের বেণিপুর গ্রামের সুনিল পাহানের ছেলে।

বৃহস্পতিবার (১৪ জুলাই ২০১৭) বিকেল সাড়ে ৩টায় উপজেলার কাটলা ইউনিয়নের বেণিপুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা সুনিল পাহান জানান, বৃহস্পতিবার দুপুরে শুভ পাহানকে সাথে নিয়ে তার মা বাড়ীর পাশে ডোবায় যান। ছেলেকে ডোবার পাশে বসিয়ে গরুর গোসল করাচ্ছিল মা। এর এক পর্যায়ে হঠাৎ শিশুটি পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজা খোঁজির পর ঐ ডোবা থেকে শিশু শুভ পাহানে লাশ উদ্ধার করা হয়।

কাটলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজির হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

0 Comments