রংপুর বিভাগ

রংপুর জেলার আর্টিকেলটি পড়তে https://nazirbartabd.blogspot.in/2017/12/blog-post_10.html?m=1 এই লিংকে যান

রংপুর বিভাগ বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের অন্যতম নবীন একটি বিভাগ। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের ৮টি জেলা নিয়ে গঠিত। ২০১০ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারিতে বাংলাদেশের সপ্তম বিভাগ হিসেবে ঘোষিত হয়। (৩)

দেশঃ বাংলাদেশ
জেলা সংখ্যাঃ ০৮
বিভাগঃ রংপুর
উপজেলা সংখ্যাঃ ৫৮

রংপুর বিভাগের জেলা ও উপাজেলাসমূহ রংপুর বিভাগাধীনঃ

= জেলার সংখ্যাঃ ০৮ টি
= উপজেলার সংখ্যাঃ ৫৮ টি

                     জেলা উপজেলা

রংপুরঃ-

রংপুর সদর, গঙ্গাচড়া, বদরগঞ্জ,
কাউনিয়া, মিঠাপুকুর,
পীরগঞ্জ , পীরগাছা ও তারাগঞ্জ

দিনাজপুরঃ-

দিনাজপুর সদর, পার্বতীপুর, বিরামপুর, বীরগঞ্জ, বিরল, বোচাগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ি, ঘোড়াঘাট, হাকিমপুর, কাহারোল, খানসামা, নবাবগঞ্জ

নীলফামারীঃ-

ডিমলা, ডোমার, জলঢাকা, কিশোগঞ্জ, নীলফামারী সদর ও সৈয়দপুর।

গাইবান্ধাঃ-

ফুলছড়ি, গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্যাপুর, সাঘাটা ও সুন্দরগঞ্জ।

লালমনিরহাটঃ-

লালমনিরহাট সদর, আদিতমারী, হাতিবান্ধা, কালীগঞ্জ এবং পাটগ্রাম।

ঠাকুরগাওঃ-

বালিয়াডাঙ্গি, হরিপুর, পীরগঞ্জ, রানীশংকৈল ও ঠাকুরগাঁও সদর।

কুড়িগ্রামঃ-

কুড়িগ্রাম সদর, ভুরুঙ্গামারী, চর রাজীবপুর, উলিপুর, চিলমারী, ফুলবাড়ী, রাজারহাট, নাগেশ্বরী ও রৌমারী।

পঞ্চগড়ঃ-

পঞ্চগড় সদর, বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও তেঁতুলিয়া। (১)

রংপুর বিভাগের প্রাচীন নিদর্শনাবলী ও ঐতিহ্যঃ

১.রংপুর জেলা:

তাজহাট জমিদার বাড়ী, টেপার জমিদার বাড়ী, জেলা পরিষদ ভবন, রংপুর চিড়িয়াখানা, কারমাইকেল কলেজ, ভিন্ন জগত, বখতিয়ার মসজিদ, বড়বিল মসজিদ, চন্ডিপুর মসজিদ, ফুলচৌকি মসজিদ, মিঠাপুকুর মসজিদ, কেরামতিয়া মসজিদ, লালদিঘী মসজিদ, মহীপুর মসজিদ, ভাংনী মসজিদ, ডিমলা কালি মন্দির, ত্রিবিগ্রহ মন্দির, জমিদার অজিত রায়ের জমিদার বাড়ী, ইটাকুমারী জমিদার বাড়ী, দেয়ান বাড়ী জমিদারবাড়ী-ফনিভূষন মজুমদারের জমিদার বাড়ী, পীরগাছা জমিদার বাড়ী, পায়রাবন্দ জমিদার বাড়ী, রাজবাড়ী, চন্ডীপুর মসজিদ।

২. নীলফামারী জেলা:

অঙ্গরা মসজিদ, নীলসাগর, জেলা স্কুল, চিনি মসজিদ, সৈয়দপুর রেলওয়ে কারখানা, তিস্তা ব্যারেজ, হাজী তালেঙ্গা মসজিদ, সৈয়দপুর ক্যাথলিক গীর্জা।

৩. দিনাজপুর জেলা:

স্বপ্নপুরী, সীতাকোট বিহারের বিভিন্ন কক্ষ, ঘোড়াঘাট প্রাচীন দূর্গ মসজিদ, নয়াবাদ মসজিদ, সুরা মসজিদ, কান্তনগর মন্দির, দিনাজপুর জমিদারবাড়ির সিংহদেউড়ী, পার্বতীপুর গণ কবর, পার্বতীপুর রেল ষ্টেশন, বড়পুকুরিয়া কয়লা খনিকমপ্লেক্স, দিনাজপুর যাদুঘর, রামসাগর, রামকৃষ্ঞ মিশন।

৪. পঞ্চগড় জেলা:

চা বাগান, ভিতরগড়, মির্জাপুর শাহী মসজিদ, হরেন সাহা শিব মন্দির, ঐতিহাসিক কাজল দীঘি, রক্স মিউজিয়াম।

৫.ঠাকুরগাঁও জেলা:

জামালপুর জমিদার বাড়ী মসজিদ, পীরগঞ্জ শিব মন্দির, রাজা ঠাকনাথ রাজবাড়ী।

৬.গাইবান্ধা জেলা:

মাস্তা মসজিদ, পাড়াকচুয়া মসজিদ, বর্ধনকুঠি জমিদার বাড়ী, রংপুর চিনিকল।

৭. কুড়িগ্রাম জেলা:

চান্দামারী মসজিদ, দোলমঞ্জ মন্দির, পাঙ্গা জমিদার বাড়ী, চিলমারী বন্দর, মুনসীবাড়ী।

৮.লালমনিরহাট জেলা:

নিদাড়িয়া মসজিদ, তুষভান্ডার জমিদার বাড়ীর কালি মন্দির, কাকিনা জমিদারবাড়ী, সুকান দিঘী, দ্বিতীয় বিশ্ব যুদ্ধ স্মৃতি বিজড়িত বিমানঘাটি, তিস্তা সেতু, তিন বিঘা করিডোর, বুড়িমারী স্হল বন্দর। (২)

তথ্যসূত্র ---->>

(১) http://www.rangpurdiv.gov.bd/site/page/7be6ca9f-18fd-11e7-9461-286ed488c766/রংপুর-বিভাগের-জেলা-ও-উপাজেলাসমূহ
(২) http://www.uttorbangla.com/42826
(৩) https://bn.m.wikipedia.org/wiki/রংপুর_বিভাগ

Post a Comment

0 Comments