আবারও ঘূর্ণিঝড় দেশে


বাংলা সনের ১৪২৭ বঙ্গাব্দের  বৈশাখের ১ম সপ্তাহ যেতে না যেতেই ৮ম দিনেই আঘাত হানে ঘূর্ণিঝড়
 
উত্তর জনপদের রংপুরের পীরগাছা উপজেলায় কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি নামে।  সকাল ১০ঃ৩৪ মিনিট  থেকে কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপরেই শুরু হয় ঝড়, সঙ্গে বৃষ্টি।

ঝড়বৃষ্টিতে গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বৈশাখের মৃদু  গরম বাতাস নিমিষেই শীতল হয়ে যায়।
স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ঝড়ে প্রকৃতিতে ধুলো ময়লা কমেছে ঠিকই। কিন্তু আমের গুটির ব্যাপক ক্ষতিসাধন হবে।
পাশাপাশি স্থানীয়দের থেকে জানা যায়,  ঝড়ে তাদের বাগানের বিভিন্ন গাছ দমকা বাতাসেই নিমিষেই উপড়ে পড়ে যায়।ব্যাপক ক্ষতি  সাধিত হয়। রিপোর্ট লিখা পর্যন্ত সময় ১১ঃ৪৫ মিনিট।
সরাসরি দমকা হাওয়ার লাইভ রেকর্ড ভিডিওঃভিডিও দেখুন
চ্যানেলঃMy youtube channel
উক্ত চ্যানেলটি শেয়ার করে উত্তর জনপদের ও রংপুরের জনগণকে  দেখার সুযোগ করে দিন।এবং পাশাপাশি বিভিন্ন Update পেতে পাশে থাকুন।
প্রতিবেদনে ঃ মনির হোসাইন,পীরগাছা, রংপুর।
যোগাযোগঃ Facebook

Post a Comment

0 Comments