অবৈধ অটোরিকশা বন্ধ করে ৭ দফা দাবি আদায়ের লক্ষে সিটি কর্পোরেশন ঘেরা ও প্রতিবাদ সভা

আজ বৃহস্পতিবার ১২ টার সময়  রংপুর জেলা ব্যাটারি চালিত অটোরিকশা  মালিক শ্রমিক সমবায়ু সমিতির পক্ষ থেকে অবৃধ অটোরিকশা বন্ধ করার দাবিতে রংপুর সিটি   কর্পোরেশন ঘেরাউ প্রোতিবাদ সভার আয়োজন করা হয়। প্রথমে মিছিল এর মাধ্যমে সমস্যর ধ্বনিতে বলে উঠেন " আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে,। তারপর সিটি কর্পোরেশনের প্রধান গেটের সামনে একত্তবাদ হয়ে এ প্রতিবাদ সভার কার্যক্রম শুরু করে। ব্যাটারি চালিত   অটোরিকশা মালিক শ্রমিক সমবায়ু সমিতির এক লোক বলেন "তাদের প্রতি মাসে কর দিতে হয় ২৫ শত টাকা, কিন্তু অতিরিক্ত অবৃধ্য অটোরিকশার ফলে তাদের আয় কমে গেছে তারা এ টাকা জমাতে হিমশিম খেয়ে যায় শুধু কি তাই অতিরিক্ত অটোরিকশার ফলে রোডে অনেক ভির হয়  আর ও অনেক বক্তব দেন,। তারপর শেসে রংপুর সিটি কর্পোরেশন  মেয়র শরফুদ্দিন আহমদ ঝন্টু এসে  বক্তব দেন এবং অটোরিকশা শ্রমিকের দাবি মেনে নেন, ও আর ও অনেক জুক্তি সম্পুর্ন  বক্তব্য তুলে ধরেন।

Post a Comment

0 Comments