রংপুরে ছাত্রলীগ-ব্যবসায়ী সংঘর্ষ, আহত ৩০, তদন্তে কমিটি

রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পার্কের মোড় এলাকায় ব্যবসায়ী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০জন আহত হয়েছেন।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে শুরু হয়েছে এ সংঘর্ষ। জানা গেছে, চাঁদার এক লাখ টাকা না পেয়ে পার্কের মোড়ের রিফা ফাস্ট ফুড অ্যান্ড কনফেকশনারিতে ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান শিশিরের নেতৃত্বে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় চারটি চায়ের দোকানে আগুন দেওয়া হয় এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক উদয় চন্দ্র বর্ম্মন, উত্তরবাংলা ডটকম এর স্টাফ ফটোগ্রাফার রণজিত দাস, চ্যানেল নাইনের ক্যামেরাপারসন মুকুলসহ ৫ সাংবাদিক রয়েছেন।

সংঘর্ষের কারণে রংপুর-কুড়িগ্রাম ও রংপুর-
লালমনিরহাট সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ ঘটনাস্থলে থাকলেও নীরব দর্শকের
ভুমিকা পালন করে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তবে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির এস আই শাহীন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

Post a Comment

0 Comments