যেভাবে ভালোবাসা অটুট রাখবেন

শুধু ভালোবেসে বিয়ে করলেই যে সংসার
সুখের হয় এ ধারণাটা সঠিক নয়। সংসারে
ভালোবাসার পাশাপাশি আরো কিছু বিষয় থাকে নজর না দিলেই নয়। ছোট-বড় অনেক বিষয় নিয়ে একটি সুখের সংসার গড়ে ওঠে। তাই প্রতিটি জিনিসের প্রতি গুরুত্ব দেয়া ও পরিবারের সদস্যদের যত্নআত্তি নেয়ার মধ্য দিয়েই আপনার ভালোবাসা টিকে থাকবে যুগ যুগ।
ভালোবাসার সম্পর্ক তখনই খুব মধুর হয় যখন দুটি মানুষ একসঙ্গে তাদের ভালোবাসা ভাগাভাগি করে নেয় এবং একে অপরকে ভালোভাবে বুঝতে পারে। একই ছাদের নিচে থেকে একের প্রতি অন্যের ভালোবাসা যুগ যুগ টিকিয়ে রাখতে
একবার দেখে নিতে পারেন টিপসগুলো।

সততাঃ

ভালোবাসার সম্পর্ক গড়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সততা অবলম্বন করতে হবে। ভিন্ন জায়গার ভিন্ন দুটি মানুষের সম্পর্ক মজবুতের মূলে থাকে সততা। ভালোবাসার সম্পর্ক গড়ার ক্ষেত্রে সততার পাশাপাশি বিশ্বাস এবং আস্থা থাকলে ভালোবাসা টিকে থাকবে যুগ যুগ। কেউ
যদি ভালোবাসার সম্পর্ক গড়ার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেয়া হয় তাহলে সে সম্পর্ক হয় ক্ষণস্থায়ী। সততা দিয়ে একে অপরের
ভালোবাসা জয় করে নিলে ভালোবাসার সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী।

স্বীকৃতিঃ

নিজেকে নিয়ে অতি উচ্চ ধারণা পোষণ না করাই ভালো। নিজের সঙ্গীর সঙ্গে অন্যের
সঙ্গীর সঙ্গে তুলনা করবেন না। সঙ্গীর
ভালো কাজের স্বীকৃতি দিন। মন্দ কাজ করলে তা আপনি সঙ্গীকে বুঝিয়ে বলুন। তাকে শুধরে নিতে সময় দিন। চুপচাপ না থেকে নিজের পছন্দ-অপছন্দ বুঝিয়ে বলুন। আর না হয় মানসিক দ্বন্দ্ব থেকে যেকোনো সময় সম্পর্কের ফাটল ধরতে পারে। হয়তো আপনার সঙ্গী ভিডিও গেমস খেলা কিংবা হিন্দি কোনো সিরিয়াল দেখতে পছন্দ করেন না। সঙ্গীর জন্য সামান্য ছাড় দিন। সঙ্গীর মতামতকে প্রাধান্য
দিন। ইচ্ছার বিরুদ্ধে ছোট ছোট ত্যাগের
কারণে দেখবেন ভালোবাসার সম্পর্ক অল্প
সময়ের মধ্যে শক্তিশালী হবে।

যোগাযোগ রাখাঃ

যোগাযোগ হচ্ছে সম্পর্কের মূল চাবিকাঠি।
বেশিরভাগ ভালোবাসার সম্পর্ক ভেঙে যায়
যোগাযোগ না করার কারণে। সয়ংক্রিয়ভাবে হয়তো দুজন দুজনকে অনুভব করছেন। কিন্তু সে কথা সঙ্গীকে বলা হয় না। ভালোবাসা প্রকাশ না করার কারণে অনেক সময় নিজেরদের মধ্যে দূরত্ব বাড়তে পারে। দূরত্ব বাড়তে না দিয়ে শত ব্যস্ততার মাঝে দুজন দুজনার
খোঁজখবর নিন। যত দূরেই থাকুন না কেন
নিয়মিত সঙ্গীর খোঁজখবর নিলে সম্পর্ক ভাঙবে না বরং তার পরিবর্তে ভালোবাসার সম্পর্ক হবে মধুর চেয়ে মধুর।

সমঝোতাঃ

ভালোবাসার সম্পর্ক সুন্দর রাখতে সমঝোতার কোনো বিকল্প নেই। আপনার সঙ্গী হয়তো আপনার জন্য যথাযথ নন। সামান্য কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে দা- কুমড়ার সম্পর্ক তৈরি হয়। এই সময় যদি নিজের দোষ স্বীকার না করেন তাহলে যেকোনো মুহূর্তে সম্পর্ক ভেঙে
যেতে পারে। আপোষ করলে সম্পর্কের
ফাটল ধরবে না বরং মজবুত হবে।
একান্তে সময় কাটান ভালোবাসার মানুষকে নিয়ে একান্তে সময় কাটান।
শত ব্যস্ততার ভীড় কখনও একটু সময় করে
কোথাও ঘুরে আসুন অথবা বাইরে খেতে যান। তাহলে দুজন দুজনকে বুঝতে পারবেন। দুজন দুজনের আবেগ ভালোবাসাকে প্রাধান্য দিন তাহলে ভালোবাসার সম্পর্ক হবে গাঢ়।

Post a Comment

0 Comments